জাতীয়: রাজধানী ঢাকার কাওলায় অনুষ্ঠিত হতে যাওয়া আওয়ামী লীগের সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগ দিতে ঢাকা আসছেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীর আলম নিজেই। শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর কাওলায় আওয়ামী লীগের এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
জাহাঙ্গীর আলম জানান, শনিবার সকাল ১১টায় গাজীপুর থেকে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে আমি ঢাকায় যাব। এখন সকল লোকের খাবার দাবারের আয়োজন চলছে।
আরও পড়ুন: ওবায়দুল কাদের এভাবে কেন ‘শব্দ বোমা’ ফাটাচ্ছেন
তিনি আরও বলেন, সমাবেশে এখান থেকে প্রায় ৩০-৩৫ হাজার নেতাকর্মী যোগ দেবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে এ সকল লোকের যাতায়াতের জন্য গাড়ি চুক্তি করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তৃতীয় টার্মিনাল উদ্বোধনের দিন এ সমাবেশে হওয়ার কথা ছিল। তবে বিরূপ আবহাওয়া কারণে সমাবেশটি স্থগিত করে ১৪ অক্টোবর নির্ধারণ করে ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগ।