দেশজুড়ে

বিদ্যুৎ নিয়ে সমালোচনার জবাব দিলেন মমতাজ (ভিডিও)

Is Jennifer Aniston currently in a relationship?

বিদ্যুৎখাতে চলমান সংকটের মধ্যে ঘুরেফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের উন্নয়ন নিয়ে জাতীয় সংসদে দেওয়া পুরোনো একটি বক্তব্য ভাইরাল হয়ে যায় আওয়ামী লীগের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের।

তবে বিষয়টি নিয়ে এতদিন কিছু না বললেও অবশেষে মুখ খুলেছেন তিনি। সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন মমতাজ বেগম। তিনি তার আগের বক্তব্যকে ‘ভুলভাবে উপস্থাপন’ না করার আহ্বানও জানিয়েছেন।

মঙ্গলবার (৬ জুন) দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ থেকে লাইভে এসে এসব কথা বলেন মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদর) আসনের এই সংসদ সদস্য।

ভিডিওতে তিনি বলেন, ‘আজকে যে কথাটা বলার জন্য লাইভে এসেছি। সারাদেশের মানুষ সাময়িক একটা কষ্টের মধ্যে পড়েছি, সেটা হলো—বিদ্যুৎ। এ বিদ্যুৎ নিয়ে যেমন কষ্ট আছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার ও ইউটিউবে নানা ধরনের কথা, আলোচনা-সমালোচনা ও প্রোপাগান্ডা চালানো হচ্ছে। যেহেতু আমি এমপি,

আমার এলাকায় কী কী কাজ করেছি, কী কাজ করা বাকি আছে, সেগুলো বলার একটি জায়গা হলো সংসদ। সংসদে আমি অনেক বক্তব্য দেই। তার দু-একটি কথা ধরে অনেকেই এটার সমালোচনার ঝড় তুলেছেন, এই কষ্টের মধ্যে। কারণ, বিদ্যুৎ থাকছে না, বিদ্যুতের কষ্টটা সবাই পাচ্ছি, সেটা কম-বেশি। সবার ঘরেই আজকে এ সমস্যা আছে।’

আরো পুড়ুনঃ  কুরবানি ঈদের তারিখ প্রকাশ করলো দুই দেশ

তিনি আরও বলেন, ‘এটা সাময়িক সমস্যা। আপনারা জানেন, বিশ্বের কী অবস্থা। কিছুদিন আগে করোনা মহামারি গেল। তারপরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমাদের অনেক ক্ষতির মধ্যে ফেলেছে। বড় বড় দেশও হিমশিম খাচ্ছে। বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ। সেখানে সরকার চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি। তারপরও আমাদের এই সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। আমি বলব—সেটা যেন আমরা ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে পারি।’

জাতীয় সংসদে বিদ্যুৎ খাতে সরকারের সাফল্য তুলে ধরে দেওয়া আগের বক্তব্য প্রসঙ্গে মমতাজ বলেন, ‘হ্যাঁ, আমি কেন বলেছিলাম সংসদে, তা আপনারা জানেন। এটা তো মিথ্যা কথা নয়, বিদ্যুৎ যে হারে সরকার উৎপাদন করেছে, ঘরে ঘরে লাইন দিয়েছে। সত্যিকার অর্থে সরকার প্রশংসা কুড়িয়েছে। সেই প্রশংসা আমিও করেছি।’

আওয়ামী লীগের এ সংসদ সদস্য বলেন, ‘সরকার কিন্তু চেষ্টা করছে। আপনারা জানেন, গতকালও বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসব নিয়ে বিবৃতি দিয়েছেন। প্রধানমন্ত্রীও কথা বলেছেন। সংসদে আলোচনা হচ্ছে। যে সমস্যাটা এ মুহূর্তে আছে, এটা সাময়িক। সরকার চেষ্টা করছে সাময়িক এ সমস্যা কাটিয়ে আমরা যেন আগামীতে বিদ্যুতের একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারি।’

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker