বিদেশ যাওয়ার আগে খেলার মাঠ কাঁপালেন ডিবিপ্রধান হারুন

সস্ত্রীক চিকিৎসা নিতে বিদেশ যাওয়ার আগে কিশোরগঞ্জে খেলার মাঠ কাঁপালেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
চলচ্চিত্র ও খেলার জগতের একঝাঁক তারকা নিয়ে তিনি শুক্রবার হাজির হন শৈশব-কৈশোরের কাদাজল মাটির স্মৃতিমাখা নিজ গ্রাম হাসানপুরের ফুটবল খেলার মাঠে। নিজেও অংশ নিয়ে নৈপুণ্য প্রদর্শন করে ঘাম ঝরালেন।
কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে চলচ্চিত্র ও ফুটবল তারকাদের নিয়ে প্রেসিডেন্ট রিসোর্ট খেলার মাঠে প্রয়াত পিতা বীর মুক্তিযোদ্ধা হাজি আবদুল হাসেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, নায়ক রুবেল, জায়েদ খান, নায়িকা শিরিন শিলা, জলিসহ আরও অনেকে। ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।
উল্লেখ্য, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ ১৩ দিনের ছুটিতে সস্ত্রীক বিদেশ যাচ্ছেন। ৩ জুন থেকে ১৩ দিন পর্যন্ত ছুটি মঞ্জুর করা হয়েছে।