
সময় যেন তার আপন গতিতে চলে কারো জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে এভাবেই রবিবার (১১ জুন) শাহীম মুহাম্মদ রাজ্যের জীবনে ১০ মাস পূর্ণ হয়েছে। আর তাই সব বিবাদ ভুলে বরাবরের মতো একসঙ্গেই ছেলের ১০ মাস উদযাপন করলেন রাজ-পরী।
এ দিন ভোর ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন পরীমণি। সেখানেই ছেলের কেক কাটার মুহূর্তে পাশাপাশি দেখা মিলল তাদের।
পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। হ্যাপি দশ মাস বাজান। মাসের দশ তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল!’ ব্যাস এতটুকুই। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ও হ্যাপি ইমোজি।
পোস্টটি শেয়ার করার চার ঘন্টার মধ্যে ৪০ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। এর আগে, সম্প্রতি চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রী-তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় আলোচনায় কেন্দ্রে এসেছে রাজ ও পরীমণির দাম্পত্য সম্পর্ক এখন কোন পর্যায়ে।
ভিডিও ফাঁসের ঘটনায় সংবাদমাধ্যমে রাজ-পরী দুজনের পক্ষ থেকেই এসেছে নানা বক্তব্য। যেখানে অনেকটাই স্পষ্ট-এই তারকা দম্পতির সম্পর্কে বড়সড় ফাটল ধরেছে। শুধু তাই নয়, সংবাদমাধ্যমে দুজনেই বক্তব্যে এও উঠেছে এসেছে-তাদের ‘ডিভোর্স’ এখন সময়ের ব্যাপার মাত্র।
প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় রাজ-পরী দম্পতির ছেলে রাজ্য। তবে ভালোবেসে এই দম্পতি বিয়ে করলেও মাঝেমধ্যেই সম্পর্কের টানাপোড়েন দেখা যায় তাদের মধ্যে। আর এই দাম্পত্য কলহের কারণে ফের রাজের সঙ্গে পরী বিচ্ছেদের ঘোষণা দিলেও সন্তানের জন্য একসঙ্গে দেখা গেল এই দম্পতিকে।