বিএনপি জামায়াত ক্ষমতায় এলে কারো পিঠের চামড়া থাকবে না : রাশেক রহমান

দেশজুড়ে: কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য ও মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেক রহমান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের চরম শিখওে উঠেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে। কিন্তু দেশ রিরোধী শত্রু বিএনপি জামায়াত নানা চক্রান্তে লিপ্ত। তারা দেশের উন্নয়ন চায়না। আগামী নির্বাচনে তারা যদি কোনোভাবে ক্ষমতায় যেতে পারে- তাহলে কারো পিঠের চামড়া থাকবে না।

রংপুরের মিঠাপুকুরে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার অডিটোরিয়াম হলরুমে পূজা মণ্ডপে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রাশেক রহমান আরও বলেন, ১৯৭১ সালে হিন্দু-মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকল জাতি এক হয়ে যুদ্ধ করেছে। জীবন বাজি রেখে বাংলাদেশ স্বাধীন করেছে। দ্বাদশ সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করে বিএনপি-জামায়াতকে প্রতিহত করবে। আবারও নৌকা বিজয়ী হবে ইনশাআল্লাহ।
আরও পড়ুন:হঠাৎ হেফাজতের কর্মসূচি তারিখ পরিবর্তন
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি সূবল মহন্ত, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আফসার মিয়া, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান তালুকদার, রেজাউল কবির টুটুল, শাহ আনোয়ার সাদাত লেমন। এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলার ১৪৬টি পূজা মণ্ডপের প্রতিটিতে ৫০০ কেজি করে জিআরের চাল বিতরণ করা হয়।