বিএনপির জরুরি সংবাদ সম্মেলন স্থগিত

বিএনপির ডাকা জরুরি সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।

বুধবার (১১ অক্টোবর) রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিতব্য জরুরি সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেওয়ার কথা ছিল।

এদিকে বুধবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়ার ঘোষণা এলে সরকারের সঙ্গে সংলাপে বসা যেতে পারে। এ ছাড়া আর কোনো সংলাপ হবে না।

বিএনপির জরুরি সংবাদ সম্মেলন স্থগিত
সংলাপে ‘রাজি’ বিএনপি, তবে..তিনি বলেন, ‘সরকার দেশকে সাংঘর্ষিক অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। সতর্ক করেন ‘২০১৪ ও ২০১৮ সালের মতো’ নির্বাচন দেশে আর হবে না।’

‘বিএনপি সমঝোতার পথ বন্ধ করেছে’ বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে যে বক্তব্য রেখেছেন, তাকে ‘মিথ্যা আখ্যা দেন ফখরুল।’

তিনি আরও বলেন, ‘এটা বাজে কথা, এটা কত বড় মিথ্যা কথা আপনারা ভালো করেই জানেন। আমরা বরাবরই বলে এসেছি যে, একটা বিষয়ে আলোচনা হতে পারে, অন্য কোনো বিষয় নয়। সেটা হচ্ছে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার।’

তবে এই সংলাপে বসার শর্তও দেন বিএনপি মহাসচিব। বিএনপি মহাসচিব বলেন, ‘অবশ্যই সরকারকে আগে ঘোষণা দিতে হবে যে, আমরা মেনে নেব। এবার আসো কীভাবে নিরপেক্ষ নির্দলীয় সরকারের বিষয় হতে পারে তা নিয়ে কথা বলি।’