বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে অপহরণের শিকার ঢাবি ছাত্র!

বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে অপহরণ ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার হওয়ার অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে উদ্ধার করা হয় তাকে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ( ১৪ জুন) সকালে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলো– দীন ইসলাম (২৭) ও সাইফুল ইসলাম অপূর্ব (২৮)। বুধবার বিকালে রাষ্ট্রীয় জরুরি সেবা ৯৯৯ এর জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ বুধবার সকাল পৌনে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল থেকে ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী ৯৯৯-এ ফোন করে জানান, তার হলের জুনিয়র ও ইসলামিক স্টাডিজ বিভাগের এক ছাত্র বান্ধবীর সঙ্গে দেখা করতে মঙ্গলবার (১৩ জুন) রাতে মালিবাগ গিয়েছিল।
ভোররাতের দিকে তারা জানতে পারেন, ওই শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে। তার ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। এসময় তার মেসেঞ্জার অ্যাকাউন্ট ব্যবহার করে পরিচিতজনদের কাছে থেকে টাকা চাওয়া হচ্ছিল।
ওই শিক্ষার্থী আরও জানান, মেসেঞ্জারের মাধ্যমে আটক শিক্ষার্থী জানাচ্ছিলেন তাকে খুব মারধর করা হয়েছে এবং বিবস্ত্র করে ছবি তোলা হয়েছে।
এখন এক লাখ টাকা না পেলে তাকে ছাড়া হবে না। এ অবস্থায় কলার দ্রুত পুলিশি সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন।
আনোয়ার সাত্তার বলেন, ফোন পেয়ে ৯৯৯ অফিস থেকে তাৎক্ষণিকভাবে খিলগাঁও থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে দক্ষিণ গোড়ানের একটি বাসায় আটক শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করে খিলগাঁও থানা পুলিশের একটি দল। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আপহরণ ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার আটক শিক্ষার্থীকে (২৩) উদ্ধার করে। এসময় অপহরণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।