সারাবাংলা: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাল্যবিয়ে করতে গিয়ে সাব্বির হোসেন (২৪) নামে এক বরের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত বুধবার (১৮ অক্টোবর) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামে বিয়ের আসোরে অভিযান পরিচালনা করে এই দন্ডাদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও তেতুঁলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান। এসময় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, তেতুঁলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনছারুজ্জামান সহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। দন্ডপ্রাপ্ত বর সাব্বির হোসেনের বাড়ি উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মজিবর রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত বুধবার রাতে তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া গ্রামের জামাল উদ্দীনের নাবালিকা (১৭) মেয়ের সাথে উপজেলার শালবাহান ইউনিয়নের মজিবর রহমানের ছেলে সাব্বিরের পারিবারিক ভাবে জমকালো আয়োজন চলছিল। পরে বাল্যবিয়ের খবর পেয়ে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন তেতুঁলিয়া মডেল থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যানকে নিয়ে অভিযান পরিচালনা করেন। তবে অভিযানের খবর পেয়ে কনের বাবা ও পরিবারের সদস্যরা সহ বরযাত্রীরা পালিয়ে যান।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক কনের উপস্থিত কনে পক্ষের কয়েকজনের কাছে কনের বয়স সহ আনুসাঙ্গিক বিষয়ে জানতে চাইলে আদালতকে সহযোগীতা না করে তথ্য গোপন করেন। পরে কনের সহযোগিতায় জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজ যাচাই করলে বিবাহের জন্য কনের অপ্রাপ্ত বয়স পাওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ (১) ধারায় বর সাব্বিরকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেতুঁলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান। পরে রাতেই বর সাব্বিরকে গ্রেপ্তার করে থানায় নেয়া হয়। বৃহস্পতিবার সকালে বরকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেতুঁলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান বলেন, সরকারি আইন অনুযায়ী মেয়েদের ১৮ বয়সের নিচে বিয়ে দেয়া দন্ডনীয় অপরাধ। বাল্যবিয়ের খবর পেয়ে রাতে অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে বাল্যবিবাহ নিরোধ করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।