প্রেমের গুঞ্জনে নায়িকা বললেন ‘শাহীন ভাইয়ের স্ত্রীকে আমি মা ডাকি’

‘শাহীন ভাইয়ের স্ত্রীকে আমি মা ডাকি’- এক ছড়িয়ে পড়া প্রশ্নের জবাবে এমনটাই জানালেন অভিনেত্রী জাহারা মিতু। নির্মাতা শাহীন সুমনের সঙ্গে মিতুর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে জানিয়ে একটি ভিডিও সাক্ষাৎকারে উপস্থাপকের প্রশ্ন শুনে প্রথমে অবাক হন মিতু। পরে নিজেকে সামলে উত্তর দেন।
উপস্থাপক সংযুক্তি আকারে মিতুকে বলেন, ‘এমনও শোনা যাচ্ছে যে আপনারা দুজন (শাহীন সুমন ও জাহারা মিতু) কলকাতায় ঘুরে এসেছেন।
তবে জাহারা মিতু নিজেকে স্মার্টলি সামলে নিয়ে বলেন, ‘আমি সবকিছু এই শোতে বসেই ফার্স্ট শুনছি। এটা খু অদ্ভুত ব্যাপার। কারণ শাহীন ভাইয়ের যে ওয়াইফ তাঁকে আমি মা ডাকি। আমি অবাক হচ্ছি এ ধরনের বিকৃত মানসিকতা আসলে কাদের আমি জানি না।
শাহীন ভাইয়ের বৌ যে তাঁকে আমি সেকেন্ড মা বলি। তার হাতের রান্না করা ভাত খাই আমি। আপনি এমন একটা প্রশ্ন করলেন যে আকাশ থেকে পড়া ছাড়া আমার কোনো উপায় নেই।’
মিতুর জবাব শুনে বেরসিক নেটিজেনরা অবশ্য চুপ থাকেননি, এদের অনেকেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ‘ভাইয়ের স্ত্রীকে কেন মা ডাকেন আপনি?’
এর আগে শাহীন সুমন প্রসঙ্গে কথা বলতে গিয়ে জাহরা মিতু বলেন, ‘শাহীন ভাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে আমি প্রথমে ভয়েস রেইজ করেছিলাম, যে এই কাজটা কি একটু এভাবে করা যায়, এই চরিত্রটা কি একটু এভাবে করা যায়, এই দৃশ্য কি একটু এভাবে করা যায়?’
শাহীন সুমনের সঙ্গে কাজ করে স্বাধীনতা পেয়েছেন জানিয়ে মিতু বলেন, ‘পুরো সিনেমার শুটিং যেহেতু বাহিরে হয়েছে, ঢাকায় হয়নি। আমরা কিন্তু ফুল ইউনিট থাকতাম। আগেরদিন রাতে যখন আমরা বসতাম, এটা অবাক লাগবে যে আমরা ভাত খেতে খেতেও পরেরদিন কি কি দৃশ্য করছি,
সেসব গল্প করছি। যেভাবে দৃশ্যটা লেখা, দেখা গেল সেটার অস্তিত্বই থাকলো না। আমরা বসে সি দৃশ্যটাকে ঘুরিয়ে অন্যরকম করে ফেলছি।’ শাহীন সুমনের সেটের টিম ওয়ার্ক নিয়ে প্রশংসা করে বলেন, আমি শাহীন সুমন ভাইয়ের সেটে যে টিম ওয়ার্কটা পেয়েছি, আজ পর্যন্ত অন্য কারো সেটে এই টিম ওয়ার্কটা পাইনি এবং স্বাধীনতা পাইনি।
আমার একটু বদুভ্যাস আছে, আমার দৃশ্য থাকুক বা না থাকুক, উনি ডিরেকশন দিচ্ছেন, আমি পেছনে গিয়ে দাঁড়িয়ে গেলাম। ফ্রেম দেখতে থাকলাম।’ এদিকে, সম্প্রতি শাহীন সুমন কলকাতায় যান, একই সময়ে জাহারা মিতু কলকাতায় গিয়েছিলেন। শোনা যায়, শাহীন সুমন আইনি নোটিশের ঝামেলা এড়াতে কলকাতায় গিয়েছিলেন, কিন্তু জাহারা মিতু কেন গিয়েছিলেন সে বিষয়ে কিছুই জানা যায়নি। আর এদিকে সিনেমাপাড়া এ ঘটনাকে দুই দুইয়ে চার মিলিয়ে দিয়েছে।