‘পিরিতের বাজার’ গানে আইটেম গার্ল আলিশা

বিনোদন: একটু একটু করে এগিয়ে চলেছেন অভিনেত্রী আলিশা ইসলাম। ‘এমআর-৯ : ডু অর ডাই’ সিনেমায় অভিনয় করে দর্শক নজরে এসেছেন তিনি। সম্প্রতি ‘ময়ূরাক্ষী’ ছবির আইটেম গানের শুটিংয়ে দেখা গেছে তাকে। চলচ্চিত্রটির প্রচারের জন্য নির্মিত ‘পিরিতের বাজার’ গানে কোমর দুলিয়েছেন আলিশা।

রাশিদ পলাশের পরিচালনায় ‘ময়ূরাক্ষী’ সিনেমার ‘পিরিতের বাজার’ গানে কণ্ঠ দিয়েছেন গায়িকা শাকিলা সাকি। গানটির রচয়িতা, সুরকার ও সংগীতায়োজন করেছেন নাদিম ভূঁইয়া। এটি ময়ূরাক্ষী সিনেমার প্রমোশনাল একটি গান বলে কালবেলাকে জানিয়েছেন নির্মাতা। গানের বিষয়ে মুঠোফোনের আলাপে কালবেলাকে আলিশা বলেন, ‘এই গানে বিভিন্ন রূপে আমাকে দেখতে পাবেন দর্শক। এবারই প্রথম আইটেম গান করছি আমি, তাই খুব এক্সাইটেড ফিল করছি। আশা করছি ভালো সাড়া পাব’।

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দেশের রাষ্ট্রদূতের বৈঠক

গানে নেচেছেন ৫০ জন শিল্পী। আইটেম গানে নাচলে ‘আইটেম গার্ল’ তকমা জোটে। তাতে কোনো সমস্যা নেই আলিশার। বললেন, ‘আমি নিজেকে বিভিন্নভাবে উপস্থাপন করতে পছন্দ করি। মানুষ যা বলার বলুক’।
নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘এ গানে ময়ূরাক্ষী সিনেমার একটা থিম উপস্থাপন করতে চেয়েছি, যেখানে বোঝানো হয়েছে পিরিতের বাজার আগের মতো নেই। আগে প্রেমের যে ধরন ছিল তা বদলেছে। আজকাল স্কুল ও বাসার গলিতে দাঁড়িয়ে প্রেমিকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে হয় না। এসব বিষয়কে মাথায় রেখেই গানটি তৈরি হয়েছে’।

‘ময়ূরাক্ষী’ সিনেমাটি নির্মিত হয়েছে সত্য ঘটনার অনুপ্রেরণায়। যেখানে সম্পর্কের টানাপড়েনের গল্প উঠে এসেছে। সিনেমায় চিত্রনায়িকা ববি হকের সঙ্গে জুটি বেঁধেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, সাবিনা পুঁথি, দীপক সুমন, ফারুক, মানিক শাহ, মুহিন খান, জুলফিকার চঞ্চল প্রমুখ।