পিটার হাসের নিরাপত্তার উদ্বেগের ইস্যুতে যা বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি এবং আমার উপদেষ্টার সামনে আমেরিকায় বাংলাদেশের যে অ্যাম্বাসেডর আছেন তাকে জিজ্ঞেস করেছিলাম, তাদের কি ধরনের নিরাপত্তা দেয়া হয়। তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে কোনো নিরাপত্তার দেয়া হয় না। শুধু অ্যাম্বাসিতে আমেরিকা কিছু নিরাপত্তা দেয়।তখন পরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমেরিকা অ্যাম্বাসিতে নিরাপত্তার জন্য ১৫৮ জন পুলিশ মোতায়ন করা আছে। অ্যাম্বাসেডরের জন্য একজন গানম্যান নিয়োগ করা আছে। শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তাদের নিরাপত্তার তেমন ঘাটতি নেই। হলি আর্টিজান হামলার পর কিছু দেশ নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিল, তখন তাদের জন্য আলাদা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। এখন সে রকম কোনো হুমকি নেই। এছাড়া দেশের জন্য সারাদেশে পুলিশ দরকার, তাই অতিরিক্ত নিরাপত্তা উড্ড করা হয়েছে। কাজেই নিরাপত্তার ইস্যুতে যেসব কথা হচ্ছে এসবের কোনো অর্থ নেই।
তিনি আরও বলেন, আমেরিকায় তো প্রতিদিনিই গুলি হয়। খাবারের দোকানে গুলি, স্কুলে গুলি, বাড়ির ভিতরে যেয়ে গুলি করা হয়। তাদের দেশে আমাদের জনগণ শঙ্কায় থাকে। ওদের দেশে নিরাপত্তায় সমস্যা। আমাদের দেশে এসব সমস্যা নেই।প্রধানমন্ত্রী বলেন, একদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে স্যাংশন দিবে আবার নিরাপত্তা চাইবে এটা আবার কেমন কথা।