পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে ট্রেন চলবে কবে, জানালেন সচিব

২০২৪ সালের মধ্যে পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেল মন্ত্রণালয়ের সচিব হুমায়ন কবির।
শুক্রবার (২৩ জুন) বেলা ১১টার দিকে যশোরের শার্শার বেনাপোল রেল স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
সচিব আরও বলেন, বেনাপোল রেল স্টেশনকে আরও আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি যাত্রী সেবার মান বাড়ানোর লক্ষ্যে যাত্রী বিশ্রামাগার নির্মাণ করা হবে। বহিরাগতরা যাতে স্টেশন এলাকায় প্রবেশ করতে না পারে সে জন্য নজরদারি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এ সময় তার সঙ্গে ছিলেন- রেলওয়ের রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ,
৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সেলিমুদ্দোজা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, রেলওয়ের নিরাপত্তা কর্মকর্তা মোর্শেদ আলম।