উকিল আবদুস সাত্তার ভূঞা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ছিলেন। সম্প্রতি প্রয়াত এ নেতা ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে তৎকালীন চারদলীয় জোট সরকারের টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আব্দুস সাত্তার আইন, মৎস্য, ভূমি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেন। সেই নেতার ছেলে মাইনুল হাসান তুষার আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদে নৌকা প্রতীক প্রত্যাশী তিনি।এ আসনে সংসদ সদস্য পদে তার বাবা উকিল আবদুস সাত্তারই ছিলেন। ৩০ সেপ্টেম্বর তার মৃত্যুতে আসনটি খালি হয়।২০১৮ সালের নির্বাচনে উকিল আবদুস সাত্তার বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও শেষ সময়ে দলটি থেকে বহিষ্কার হয়ে সংসদ সদস্য পদ হারান। ২০২৩ সালের ২ জানুয়ারি তাকে বহিষ্কার করা হয়। পরে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারির উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে আবারও নির্বাচিত হন।
শনিবার (৭ অক্টোবর) মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি সাংবাদিকদের জানান মাইনুল হাসান তুষার। এ বিষয়ে তিনি বলেন, ‘আজকে (শনিবার) সকালে আওয়ামী লীগ অফিস থেকে ফোন করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে বলা হয়েছে। ওনাদের কল পেয়েই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছি। ওনাদের (আওয়ামী লীগ) নির্দেশনা পেয়েই মনোনয়ন ফরম নিয়েছি। বাকিটা ওনারা ভালো বুঝবেন।’ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ অক্টোবর, মনোনয়ন বাছাই ১২ অক্টোবর, প্রত্যাহার ১৯ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর। সব কিছু ঠিক থাকলে ৫ নভেম্বর ভোটগ্রহণ করা হবে।