রাজনীতি

নির্বাচন যেন গণতান্ত্রিক ভাবে না হয় বিএনপি ষড়যন্ত্র করছে: ধানের শিষ নিয়ে বিজয়ী সুলতান মনসুর

Is Jennifer Aniston currently in a relationship?

আগামী নির্বাচন যেন গণতান্ত্রিকভাবে সাংবিধানিক পন্থায় না হয়, সে জন্য বিএনপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ধানের শীষ প্রতীকে গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

রবিবার (১৮ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমি মনে করি এটি একটি গণমুখী বাজেট। যদিও বিরোধীরা সমালোচনা করেন। আমাদের দেশে তো একটি রেওয়াজ আছেই। সরকারি দল যখন বাজেট ঘোষণা করে বিরোধী দল তার বিরোধিতা করবেই।

মিছিলের জন্য আগে থেকেই লোক তৈরি থাকে। বিজ্ঞপ্তি আর বিবৃতি রেডি থাকে যে ‘গণবিরোধী বাজেট’। শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বাইরে যে কয়জন হাতেগোনা নেতৃত্ব, তার মধ্যে শেখ হাসিনার নাম বললে বিশ্বব্যাপী সবাই জানে।

ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, ফ্যাসিবাদী জিয়াউর রহমানের সেই দল, জোর করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যে দলের সৃষ্টি, তার নাম বিএনপি। সেই বিএনপি বেসিক্যালি নো পার্টি। একটি ক্লাবে রূপান্তরিত যে দল, সেই দল সরকার যা-ই করছে, তার বিরুদ্ধে বলছে। কোন রাজনৈতিক আদর্শ নিয়ে তারা এগোচ্ছে?

বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল যারা আজ সরকারের ভালো দিকটা সমালোচনা না করে অন্ততপক্ষে বলা উচিত ছিল এই সরকারের এই এই কাজগুলোকে আমরা সমর্থন করি। কিন্তু সেটা তারা না করে সরকারের বিরুদ্ধে বলেই যাচ্ছে। সাবেক ছাত্রলীগ নেতা সুলতান মনসুর বলেন, ঋণখেলাপি যারা আছেন, অবশ্যই তাদের বাংলাদেশ সরকার যাতে কোনও ধরনের সুযোগ-সুবিধা না দেয়,

সে জন্য আহ্বান জানাই। তাদের তালিকা প্রকাশ করুন, যদি সরকার ব্যর্থ হয়, আপনারা প্রকাশ করুন। বিরোধী দল অভিযোগ করছে হাজার হাজার কোটি টাকা পাচার করা হচ্ছে, আমি আহ্বান জানাবো বিরোধী দলকে, আপনাদের কাছে যদি তালিকা থাকে, সেই তালিকা প্রকাশ করুন। জনগণ দেখবে কারা কারা বিদেশে পাচার করেছে।

তিনি বলেন, তারা (বিএনপি) সেটি না করে যাতে আগামী নির্বাচন গণতান্ত্রিকভাবে সাংবিধানিক পন্থায় না হয়, সে জন্য তারা ষড়যন্ত্র করছে। তারা জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে পারছে না। জেনারেল জিয়ার মতো স্বৈরাচারী এরশাদও জোর করে ক্ষমতা দখল করেছিলেন। আমরা এই দুই ফ্যাসিবাদী স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে এই দেশে গণতন্ত্র এনেছি।

উল্লেখ সিলেটের মৌলভীবাজার-২ আসনে ৩০ ডিসেম্বর ২০১৮ সালে নিজ দল থেকে নমিনেশনে বঞ্চিত হয়েও বিএনপির সমর্থন নিয়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী হইয়েছিলেন ঐক্যফ্রন্ট প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গণফোরামের এই রাজনীতিবিদ ধানের শীষ প্রতীক থেকে পেয়েছিলেন ৮৯ হাজার ৭৪২ ভোট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker