জাতীয়ঃ দুই–একটি দল নির্বাচনে না আসলেও সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের অধীনেই নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার দুপুরে দোহার জয়পাড়া পাইলট স্কুল প্রাঙ্গণে উপজেলা কৃষক সমাবেশে তিনি এ কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, ‘অনেকেই বলছে, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। আমার কথাটা হলো—আপনারা অংশগ্রহণ করেন বা না করেন; সেটা আপনাদের ব্যাপার। আমাদের নির্বাচনটা সংবিধান অনুযায়ী সময়ের মধ্যে এবং শেখ হাসিনার নেতৃত্বেই হবে। কে এখানে অংশ নিল বা না নিল, এটাতে কিছুই আসে যায় না।’
এ সময় সালমান এফ রহমান আশা প্রকাশ করে বলেন, ‘জনগণ ভোট দিলে বর্তমান সরকার আবারও ক্ষমতায় আসবে। আর তেমনটি না হলে আগামী সরকারে বিরোধী দল হবে।’
সরকারি চাকরিজীবীদের কড়া বার্তা দিলেন মন্ত্রীসালমান এফ রহমান জানান, ভর্তুকি দিয়ে হলেও কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বাংলাদেশ। দেশের কোনো জমি অনাবাদি না রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে দোহারে স্মার্ট কৃষি করতে একটি বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান সালমান এফ রহমান।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমাবেশে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এর আগে, সকালে দোহারের সুতারপাড়া ইউনিয়নের মধুরচরে স্থানীয় সরকার প্রকৌশল অধীদপ্তরের দুটি সেতু উদ্বোধন করেন সালমান এফ রহমান।