আন্তর্জাতিক

নির্বাচন ঘিরে পশ্চিমাদের দৌড়ঝাঁপের সঙ্গী হচ্ছে না রাশিয়া (ভিডিও)

Is Jennifer Aniston currently in a relationship?

জাতীয় নির্বাচন ঘিরে পশ্চিমাদের দৌড়ঝাঁপ শুরু হলেও এ নিয়ে আগ্রহী নয়, পরাশক্তি রাশিয়া। দেশটি বলছে, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

তবে, প্রত্যাশা আগামী নির্বাচনে আসবে সব দল। ভোটে প্রতিফলিত হবে জনমত। চ্যানেল 24 এর সঙ্গে আলাপকালে এসব বলেন, দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মন্টিটস্কি।

একদিকে মার্কিন ভিসা নীতি, আরেক দিকে রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসাতে দূতিয়ালি করছে ইউরোপিয় ইউনিয়ন। নির্বাচন ঘনিয়ে আসতে বাংলাদেশ নিয়ে যেনো মাথা ব্যথার নেই শেষ পশ্চিমা ও সমমনাদের। কিন্তু, এক্ষেত্রে যেনো একেবারে নিশ্চুপ পরাশক্তি রাশিয়া।

ঢাকার মস্কো দূতের দাবি, নির্বাচন অভ্যন্তরীণ বিষয়। তাই, এ নিয়ে মন্তব্য কিংবা পরামর্শের বিষয়ে দেশটি যথেষ্ট সাবধানী। তবে, তাদের প্রত্যাশা আগামী নির্বাচনে আসবে সব দল। ভোটে প্রতিফলিত হবে জনমত।

আরো পুড়ুনঃ  ৬ মাসের পিতৃত্বকালীন ছুটি পাবেন বাবারা!

রাশিয়া রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মন্টিটস্কি বলেন, কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন বয়কট করতে পারে। দেশে আরও বিরোধী দলও রয়েছে, তারা অংশ নেবেন। দেখা যাক কি হয়। আমরা বিশ্বাস করি শুধু জনগণই পারে সিদ্ধান্ত নিতে। তাই সকল দলের কাছে আমার অনুরোধ নির্বাচনে অংশগ্রহণের।

সদ্য সমাপ্ত বরিশাল ও খুলনা নির্বাচনের কথা টেনে রাষ্ট্রদূত বলেন, এমন নির্বাচন একটা উদাহরণ হতে পারে। যেখানে মেলেনি সংহিসতার খবর।
রাশিয়া রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মন্টিটস্কি বলেন, বরিশাল ও খুলনায় আমরা নির্বাচন দেখেছি, খুব বেশি সহিংসতার খবর নেই। ৪০ শতাংশের বেশি ভোট পড়েছে। আমি বিশ্বাস করি ও নিশ্চিত যে, আগামী নির্বাচন হবে অবাধ ও অংশগ্রহণমূলক। রুশ রাষ্ট্রদূতের প্রত্যাশা বাংলাদেশের নির্বাচনের পর দু’দেশের মধ্যে হতে উচ্চ পর্যায়ের সফর।

আরো পুড়ুনঃ  ভারতে অবিবাহিতদের জন্য চালু হতে যাচ্ছে পেনশন প্রকল্প!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker