নির্বাচনে হিরো আলম, নেপথ্যে আন্দালিব রহমান পার্থ?

কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন খান পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়ে যায়। এরপর অভিনেতা সিদ্দিকুর রহমান আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য উঠে পড়ে লেগে ছিলেন ।
পাশাপাশি চিত্রনায়ক ফেরদৌস ও ক্রিকেটার সাকিব আল হাসানের নামসহ কয়েকজন রাজনৈতিক নেতাও কথা শোনা গিয়ে ছিল। অবশেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাতকে (মোহাম্মদ এ আরাফাত) মনোনয়ন দিয়েছে দলটি।
এদিকে এবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করবেন বলে জানা গিয়েছে।
আগামী ১৩ জুন মনোনয়নপত্র জমা দেবেন আলোচিত এ ইউটিউবার, গায়ক ও অভিনেতা। তবে সংসদ সদস্য নির্বাচন করতে বারবার তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। এ বিষয়ে তিনি বলেন, আমি ফারুক ভাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই।
আর যোগ্যতা প্রসঙ্গে বলব, হ্যাঁ এটা তো ঠিক যে আমি যোগ্য নই সংসদ সদস্য হওয়ার। কিন্তু এখানে এমন অনেক ব্যক্তি আছেন, যারা অযোগ্য, অথচ পদে আছেন। তারা কেউ কোনো কাজ করেননি।
এদিকে ঢাকা-১৭ আসন থেকে হিরো আলমের নির্বাচন করা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। নির্বাচনে অংশ গ্রহন করতে হলে সেই এলাকার ভোটারদের এক শতাংশ সাক্ষর প্রয়োজন।
গুঞ্জন উঠেছে হিরো আলমকে নির্বাচনের বিষয়ে সহযোগিতা করছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র সর্বোচ্চ নেতা আন্দালিব রহমান পার্থ। তিনি হিরো আলমকে সাক্ষর সংগ্রহে সহযোগিতা করছেন।
বিষয়টি নিয়ে হিরো আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোনে সাড়া পাওয়া যায়নি।
ঢাকা-১৭ আসনটি মত গুরুত্বপূর্ণ জায়গায় হিরো আলমের নির্বাচন করাটাকে নেতিবাচক ভাবে দেখছেন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এবং বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেন তিনি। এর মধ্যে বগুড়া-৪ আসনে ১ হাজারেরও কম ভোটে তিনি পরাজিত হন। তবে হিরো আলমের দাবি, তাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছিল।
সূত্র: বাংলা ইনসাইডার