রাজনৈতিক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাই যদি নির্বাচনকালীন সরকারের প্রধান থাকেন তাহলে নির্বাচনের দরকার কী? – এমন প্রশ্ন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন আহমেদ মনির স্মরণে স্মরনসভা করে জাতীয়তাবাদী সমমনা জোট। এতে বিএনপির মহাসচিব এ প্রশ্ন তুলেন।
মহাসচিব বলেন, আওয়ামী লীগ প্রতারক দল। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন সম্ভব হচ্ছে না কেবল একটা রাজনৈতিক দলের জন্য। আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারেও ওয়াকওভার পেতে চায়, তাই নিজেদের পরিবর্তীত সংবিধানের দোহাই দিচ্ছে।
দলটি অসাংবিধানিকভাবে সংবিধান পরিবর্তন করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেবে না। সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এখনেও সময় আছে, ‘সেইফ এক্সিট’ নিন। ২৮ অক্টোবরে মহাসমাবেশের আগে পদত্যাগ করে দেশকে সংকটের হাত থেকে রক্ষার আহ্বান জানান। নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটাই বিএনপির প্রতি শেষ বার্তা- আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল।