নিজ এলাকায় ‘অবাঞ্চিত’ শমসের মবিন চৌধুরী, কু’শপু’ত্তলিকা দাহ

জাতীয়: তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা এবং কুশপুতুল দাহ করা হয়েছে তাঁর নিজ এলাকা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে। সোমবার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এবং কুশপুতুল দাহের পাশাপাশি এ দুই এলাকায় তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি এডিটর গিল্ডসের এক গোলটেবিল আলোচনায় বিএনপি এবং একাদশ সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনে এ কর্মসূচি পালন করে স্থানীয় বিএনপি। গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আশফাক আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান ফয়সল, গোলাম কিবরিয়া প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘এক সময় বিএনপিতে থাকা শমসের মবিন চৌধুরী দলের ক্রান্তিলগ্নে সরকারের দালালি করার উদ্দেশ্যে রাজনীতি থেকে অবসর নিয়ে কিছুদিনের মধ্যেই বিকল্প ধারায় যোগদান করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে সংসদ নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু দলছুট ব্যক্তিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। তিনি মাত্র ৮১ ভোট পান। তার নমিনেশন বাজেয়াপ্ত হয়।


বক্তারা আরো বলেন, যখন দেশের গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন করছে ঠিক তখন আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করার জন্য শমসের মবিন সরকারের ক্রীড়নক হয়ে কথিত একটি কিংস পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে আবারও সংসদ নির্বাচনে প্রার্থী হতে তৎপরতা চালাচ্ছেন। এর ধারাবাহিকতায় সম্প্রতি একটি বেসিরকারি টিভিতে বিএনপি ও দলের প্রার্থী সম্পর্কে চরম মিথ্যাচার করেছেন।’

আরও পড়ুন: নারীর গোসলের ভিডিও করতে গিয়ে বিএডিসি কর্মকর্তা হাতেনাতে আটক

এদিকে একই দিন বিকেলে বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন জুয়েলের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন।

শমসের মবিন চৌধুরীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ছরওয়ার হোসেন বলেন, ‘ক্ষমা না চাইলে তাকে সর্বাবস্থায় প্রতিরোধ করা হবে এবং এ থেকে উদ্ভূত যেকোনো পরিস্থিতির জন্য শমসের মবিনকেই দায় নিতে হবে।’ তিনি বলেন, ‘পানি ঘোলা করে অশুভ ফায়দা হাসিলের পাশাপাশি ফয়সল চৌধুরীর জনপ্রিয়তা নষ্ট করতে সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী শমসের মবিন চৌধুরী গোটা বিষয়ের অবতারণা করেছেন।’

পরে সমাবেশস্থলে দলের নেতাকর্মীরা শমসের মবিন চৌধুরীর কুশপুতুল দাহ করেন।