আন্তর্জাতিক
নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষস্থলের সন্ধান মিলেছে

আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ সাবমেরিন টাইটানের ধ্বংসাবশেষস্থলের (ডেবরিস ফিল্ড) সন্ধান মিলেছে। রোবটচালিত জলযান ‘রোভ’র মাধ্যমে এ সন্ধান পাওয়া গেছে।
তবে এখনো ওই ধ্বংসাবশেষের কোনো ছবি পাওয়া যায়নি। কোস্টগার্ডের বিশেষজ্ঞ দল রোবটচালিত জলযান থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করছেন। মার্কিন কোস্টগার্ড সূত্র এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
এ বিষয়ে বিস্তারিত জানাতে স্থানীয় সময় বুধবার (২২ জুন) বিকেল ৩টায় প্রেস ব্রিফিং করবে মার্কিন কোস্টগার্ড। সেখানে এ নিয়ে ব্রিফ করবেন মার্কিন কোস্ট গার্ডের ক্যাপ্টেন জেমি ফ্রেড্রিক ও রিয়ার এডমিরাল জন মাউজার।
বিস্তারিত আসছে…