প্রচ্ছদ অপরাধ ও বিচার ধর্ষণের পর কিশোরীর মুখে নিজের নাম লিখে দিল যুবক

ধর্ষণের পর কিশোরীর মুখে নিজের নাম লিখে দিল যুবক

অপরাধ: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরিবারের সদস্যদের সহযোগিতায় এ কাজ হয়েছে বলে অভিযোগ কিশোরীর। এমনকি সে পুলিশকে জানিয়েছে, ওই যুবক গরম লোহা দিয়ে তার মুখে নিজের নাম লিখে দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের লখিমপুর খেরির। ১৭ বছর বয়সী কিশোরীকে অপহরণ করে তিন দিন নিজের বাড়িতে রাখে অভিযুক্ত যুবক। সেখানেই ধর্ষণ করা হয় তাকে। পরে ওই বাড়ি থেকে পালিয়ে আসে কিশোরী। এরপর থানায় গিয়ে যুবকের বিরুদ্ধে অভিযোগ দেয়।

পুলিশকে কিশোরী জানিয়েছে, সে গত ১৯ এপ্রিল দোকানে গিয়েছিল। ফেরার পথে যুবক তাকে তুলে নিয়ে যান। নিজের বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে। এমনকি লোহা গরম করে তার মুখে নিজের নাম লিখে দিয়েছে যুবক। এ সময়ে কিশোরীকে চেপে ধরে রেখেছিলেন যুবকের মা ও বোন।

এ অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ জানতে পেরেছে, কিছু দিন আগে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ২১ বছরের যুবক। দীর্ঘ দিন ধরেই তার দিকে নজর ছিল। কিন্তু কিশোরী রাজি হয়নি।

সে আক্রোশ থেকেই যুবক এ কাজ করেছেন বলে অভিযোগ। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অভিযুক্তকে জেল হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা হয়েছে। খবর: আনন্দবাজার।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।