জাতীয়: দেশে অংশগ্রহণমূলক ও বৃহত্তর জনগোষ্ঠীর অংশগ্রহণে নির্বাচন চায় সম্প্রীতি বাংলাদেশ, নির্বাচন কমিশনে এ কথা বলেছেন, সংগঠণটির আহ্বায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায়। নির্বাচনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করলে, কমিশন সচিব জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ হবার মতো পরিস্থিতি হয়নি।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক করে সম্প্রীতি বাংলাদেশ নামের একটি সংগঠন।
বৈঠক শেষে সংগঠনটির আহবায়ক পীযুষ বন্দোপাধ্যায় বলেন, জনগণ অংশগ্রহণমূলক নিবার্চন চায়। কোনো সহিংসতা মূলক নিবার্চন মানুষ দেখতে চায় না। দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে নিবার্চনের মাঠে দেখতে চান বলে জানান তিনি।
পীযুষ বন্দোপাধ্যায় বলেন, জাতীয় নির্বাচন এলেই মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী ও সংখ্যালঘুদের কপালে ভাঁজ পড়ে। ২০০১ এর ভয়াবহতা মানুষ আর দেখতে চায় না। অতীতের আশঙ্কা থেকে আর পাশবিকতা ও নির্যাতন দেখতে চায় না। মুক্তিযুদ্ধের চেতনার বাইরে কিছু করা যাবে না বলে জানান তিনি।
এদিকে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ হবার পরিস্থিতি হয়নি। যদি হয় নিবার্চন কমিশন ব্যবস্থা নেবে।