দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃ’ত্যুর পর যে স্ট্যাটাস দিলেন ব্যারিস্টার পার্থ

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সোমবার দিবাগত রাত ৮টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান। তিনি বলেন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে দেলাওয়ার হোসাইন সাঈদীর আবারও ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়। ৭টা ১০ মিনিটে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে ৮টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর স্ট্যাটাস দিয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সোমবার (১৪ আগস্ট) রাত ৯টা ২৪ মিনিটে ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে সাঈদীকে নিয়ে একটি পোস্ট দেন তিনি। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো: ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন। কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আর নেই… ইসলামের পক্ষে যারা কাজ করে তারাই সফল,তারাই নেতা,তারাই প্রকৃত নায়ক। দেশ এক বরেণ্য আলেম কে হারালেন। আল্লাহ উনাকে জান্নাত বাসি করুক।