তিস্তায় ধরা পড়ল ৭২ কেজি ওজনের বাঘা আইড়

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে জেলেদের জালে ৭২ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘা আইড় ধরা পড়েছে। মাছটি দেখতে দূর থেকে জনতার ঢল নেমেছে।বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ ডাউয়াবাড়ী গ্রামের ইছাহাকের ছেলে মহাসিন তিস্তা নদীতে মাছ ধরতে গেলে তার জালে মাছটি ধরা পড়ে।জানা গেছে, তিস্তা নদীর পানি বৃদ্ধি হলে বৃহস্পতিবার সকালে জেলে মহসিন তিস্তা নদীতে মাছ ধরতে যায়। এ সময় তার জালে বিশাল আকৃতির একটি বাঘা আইড় ধরা পড়ে। পরে জেলেদের সহযোগিতায় মাছটি বাজারে নিয়ে গিয়ে ওজন করা হলে ৭২ কেজি হয়। জেলে মহসিন মাছটিকে বিক্রির জন্য দাম হাঁকান এক লাখ টাকা, পরে স্থানীয়রা ৮০ হাজার টাকায় কিনে ভাগাভাগি করে নেয়।স্থানীয়রা জানান,

তিস্তা নদীতে এর আগে এত বড় বাঘা আইড় মাছ ধরা পড়েনি। মাছটি দেখতে আমরা দূর থেকে আসছি। তবে স্থানীয়দের ধারণা ভারতের সিকিম রাজ্যের বাঁধ ভাঙায় বাঘা আইড়টি ভারত থেকে এসেছে।এ বিষয়ে জেলে মহসিন বলেন, তিস্তায় পানি বাড়লে বৃহস্পতিবার সকালে মাছ ধরতে যাই। এতে আমার জালে বিশাল আকৃতির ৭২ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ ধরা পড়ে। আমি আমার জীবনে এত বড় মাছ তিস্তা নদীতে দেখিনি। মাছটি বাজারে নিয়ে গেলে ৮০ হাজার টাকায় এলাকাবাসী কিনে নেয়।