জাতীয়

জায়েদ খানকে ঘিরে ধরল নিউ ইয়র্কের তরুণীরা, যে অভিযোগ করলেন রিয়েল হিরো

Is Jennifer Aniston currently in a relationship?

চিত্রনায়ক জায়েদ খান এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছেন। সেখানে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের চর্চিত এই তারকা।

জায়েদ খানকে নিউ ইয়র্কের রাস্তায় দেখা গেল। আর তাকে ঘিরে রয়েছেন বেশ কয়েকজন তরুণী।

এ বিষয়ে জায়েদের ভাষ্য, ‘অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বের হতেই অনেক মেয়ে আমাকে ঘিরে ধরে। সবাই প্রবাসী বাঙালি।

আমার সঙ্গে ছবি তুলতে চায়। সেখানে ছবি তুলে রাস্তায় বের হতেই বেশ কয়েকজন ঘিরে ধরল, তারা ছবি তুলল।

একজন তো ফেসবুকে পোস্ট দিয়ে আমাকে মেসেজ করেছে সেখানে আমার সঙ্গে ছবি দিয়ে লেখা, মাই রিয়েল হিরো।’

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। এ সম্পর্কে জায়েদ বলেন, ‘এসব একদম উদ্দেশ্যপ্রণোদিত। ভুয়া ভুয়া বলে চিৎকার করেছে কিছু উঠতি যুবক।

কিন্তু সেটা যে আমাকে দেখে এমনটা নয়, তারা জেমস ভাই, এমনকি কাবিলা পলাশ মঞ্চে উঠতেও একইভাবে চিৎকার করেছে। বরং অনেকের অভিযোগ আমরা আগে কেন মঞ্চে উঠলাম না।’

জায়েদ বললেন, ‘এখানে আসলে আমাদের পারফর্ম করার কথা ছিল না। তার পরও অনুরোধে আমি গান শুনিয়েছি। নিউ ইয়র্কের বাংলাদেশিদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে।

আমি নিউ ইয়র্কে এসে যে সমাদর পাচ্ছি তা আমার কল্পনায় ছিল না। মানুষের ভালোবাসার চেয়ে বড় কিছু হয় না, এখানে সেটাই পাচ্ছি না। এটা পরম প্রাপ্তি।’

এই আয়োজনে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, জেমস, তাহসান ও চিরকুট ব্যান্ডের শিল্পী সুমীসহ অন্যরা পরিবেশনায় অংশ নেন। হাজারেরও বেশি দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।

দেশটির ভার্জিনিয়ায় এই আয়োজনের দ্বিতীয় পর্ব ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে আগামী ১ জুলাই। সেখানে জায়েদ খান নাচবেন বলে জানালেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker