দেশজুড়ে

জামায়াতের কিছু নিরপরাধ নেতাকে ফাঁসি দিয়েছে সরকার: নুর

Is Jennifer Aniston currently in a relationship?

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগই কিন্তু ভারতের স্পন্সরে, ভারতের প্রেসক্রিপশনে এই যুদ্ধাপরাধীদের বিতর্কিত বিচার ব্যবস্থার নামে জামায়াতের কিছু নিরীহ, নিরপরাধ নেতাকেও ফাঁসি দিয়েছে।

বুধবার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিরোধী দলসমূহের নেতাকর্মীদের হয়রানি, হামলা- মামলা, বিদ্যুৎ-জ্বালানি খাতে লুটপাট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণঅধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, ‘আপনারা দেখেছেন জামায়াতে ইসলামী দশ বছর পর (১০ জুন) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশ করেছে। আওয়ামী লীগের তিনজন মন্ত্রী; আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী খুব নমনীয়ভাবে কথা বলেছেন। তারা বলেছেন, এটা সরকারের একটা রাজনৈতিক সিদ্ধান্ত।’

তিনি বলেন, ‘জামায়াত আইনগতভাবে নিষিদ্ধ হয় নাই। অথচ এই আওয়ামী লীগই কিন্তু ভারতের স্পন্সরে, ভারতের প্রেসক্রিপশনে যুদ্ধাপরাধীদের বিতর্কিত বিচার ব্যবস্থার নামে জামায়াতের কিছু নিরীহ নিরপরাধ নেতাকেও ফাঁসি দিয়েছে। এই দশ বছরে যারা একটা ইনডোর মিটিং করতে পারে নাই। বাসায় বসলে নাশকতার পরিকল্পনার কথা বলে তুলে নিয়ে আসতো।’

আরো পুড়ুনঃ  আকাশে হঠাৎ দেখা মিলল অদ্ভুত আলোর মিছিল, ভাইরাল ভিডিও

‘সেই জামায়াতকে হঠাৎ করে মিটিং করার অনুমতি দেয় আওয়ামী লীগ। ঘটনা কী? প্রশ্ন তুলে নুর বলেন, ‘সেটা সরকার এবং জামায়াতের নেতৃবৃন্দের কাছে আমরা জানতে চাই। আমার বিশ্বাস জামায়াতে ইসলামী যে আদর্শের রাজনীতি করে তাতে আওয়ামী লীগ উপকৃত হয় এমন কোনও কাজ তারা করবে না। কিন্তু রাজনীতিতে শেষ বলে কোনও কথা নেই। আমরা জামায়াতের অবস্থানটা জানি না, তারা আগামীর আন্দোলন সংগ্রামে কী করবে। তবে তাদের বক্তব্য থেকে পরিষ্কার তারা রাজপথে থাকবে।’

নুর বলেন, ‘এই সরকারকে হটাতে সকলকে আমাদের দরকার। কাজেই বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, চরমোনাই যারাই রাজপথে থাকবেন তাদের প্রতি আমাদের সহানুভূতি, তাদের সাথে আমাদের বন্ধুত্ব, তাদের সাথেই আমাদের ঐক্য তৈরি হবে। কারণ এই দৈত্য দানব যদি আর একটা মাস ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশ এক বছর পিছিয়ে যাবে। একটা সপ্তাহও তাদেরকে আমরা ক্ষমতায় রাখার পক্ষে নই। এই সরকারের কাছে মানুষের ধর্ম কর্ম কোনওটি নিরাপদ নয়।’

আরো পুড়ুনঃ  নির্বাচন নিয়ে জাতিসংঘ বা বন্ধুরাষ্ট্র সংলাপের বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বরিশালের নির্বাচনের প্রসঙ্গে নুর বলেন, ‘আপনারা দেখেছেন বরিশালের নির্বাচনে একজন প্রার্থীকে মেরে রক্তাক্ত করেছে। তিনি একজন বর্ষীয়ান ব্যক্তিত্ব, আলেম ওলামাদের মধ্যে একজন সম্মানিত ব্যক্তিত্ব। আমরা তার হামলার নিন্দা জানাই, প্রতিবাদ জানাই।’‘বিরোধী দলের আন্দোলনে কোন কারণে ঐক্যতান হচ্ছে না, কোন কারণে সমন্বয় হচ্ছে না? বলে প্রশ্ন রাখেন নুর। গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব তারেক রহমান, সাকিবুজ্জামান, আতাউল্লাহ, হাসান আল মামুন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker