জাতীয় নির্বাচনের তফসিলের সময় জানালেন ইসি আনিছুর রহমান

জাতীয়: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে জেলা প্রশাসকদের নির্বাচনী প্রশিক্ষণে তিনি এ কথা জানান।


এর আগে গেল মাসে কিশোরগঞ্জের সার্কিট হাউসে এক অনুষ্ঠানে ইসি আনিছুর রহমান বলে ছিলেন, আগামী নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এবং আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেসময় তিনি সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরোও পড়ুন :সারাদেশে ১৫৩টি হলে শুক্রবার (১৩ অক্টোবর) মুক্তি পেয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা। মুক্তির পর থেকেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে এই সিনেমা। শুধু দর্শকই নয়, প্রেক্ষাগৃহে ছবিটি উপভোগের পর আবেগাপ্লুত হয়েছেন তারকারাও।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এসকেএস টাওয়ারে অনুষ্ঠিত প্রিমিয়ার শো‌তে হাজির হয়েছিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এসময় সিনেমাটি দেখে বের হয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়েন তিনি।