
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ ১৩ দিনের ছুটিতে বিদেশ যাচ্ছেন। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ (বিপিএম বার) নিজের ও স্ত্রীর চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে সস্ত্রীক সিঙ্গাপুর যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
আগামী ৩ জুন থেকে ১৩ দিন পর্যন্ত ছুটি মঞ্জুর করা হয়েছে। সেখানে বলা হয়েছে, শর্তানুযায়ী সরকার এ ভ্রমণের কোনো ব্যয় বহন করবে
আরে পড়ুনঃ লোডশেডিং কয়েকদিনের মধ্যেই কমে আসবে: সালমান এফ. রহমান
বিদ্যুৎ ও জ্বালানির কারণে ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ. রহমান বলেছেন, দ্রুত এসব সমস্যার সমাধান হবে। লোডশেডিং কয়েকদিনের মধ্যেই কমে আসবে।
শুক্রবার (২ জুন) বিকেলে তেজগাঁও এলাকায় ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন অফিস পরিদর্শনে যান সালমান এফ. রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ ঢাকা জেলার নেতারা।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ. রহমান বলেন, শুধু ডলারের জন্য নয়, আন্তর্জাতিক বাজারে কয়লার দামও বেড়ে গেছে। এজন্য কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। ৭ থেকে ১০ দিনের মধ্যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র আবারো উৎপাদনে গেলে লোডশেডিং সহনীয় হবে।