চুমুর পর চুমু, রশ্মিকার সঙ্গে রণবীরের রোম্যান্স ভাইরাল নতুন গানে! দেখুন

কলকাতা: নতুন ছবি ‘অ্যানিমাল’-এর গানে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেন রণবীর কাপুর ও রশ্মিকা মান্দানা। গানের নাম ‘হুয়া ম্যায়’। তাতেই একের পর এক চুমুর দৃশ্য দেখা গেল রণবীর ও রশ্মিকাকে। মুক্তির পরই ভাইরাল হয়েছে দৃশ্য ও গানটি।

গানের দৃশ্যে দেখা গিয়েছে তোয়ালা পরে বিমানের ককপিটে চুমু খাচ্ছেন রণবীর ও কশ্মিকা। সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও রশ্মিকা মান্দানার নতুন মুভি ‘অ্যানিমাল’-এর টিজার। ‘অ্যানিমাল’ টিজার থেকে দর্শকদের প্রত্যাশা ছিল অনেক বেশি। টিজারে রণবীরকে পর্দায় পুরোপুরি ভিন্ন আঙ্গিকে দেখা গিয়েছে। ভয়ঙ্কর, উত্তেজনাপূর্ণ, রক্তাক্ত অ্যাকশন চলচ্চিত্রের পূর্বাভাস পাওয়া যাচ্ছে টিজারে।