চিকিৎসায় যুক্ত থাকতে পারবেন না সেন্ট্রালের সেই ডাক্তার

রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. সংযুক্তা সাহা কোনো ধরনের চিকিৎসা কার্যক্রমে যুক্ত থাকতে পারবেন না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় হাসপাতালে সব ধরনের অপারেশন বন্ধের নির্দেশ দেওয়া হয়।
শুক্রবার (১৬ জুন) বিকেলে অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ও উপপরিচালক মাঈনুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহবুবা রহমান আঁখির চিকিৎসাজনিত অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক গঠিত টিম হাসপাতালটি পরিদর্শন শেষে মোট ৬টি নির্দেশনা দেয়।
জানা গেছে, মাহবুবা রহমান আঁখি নামে ২৫ বছর বয়সী এক প্রসূতি সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক অধ্যাপক সংযুক্তা সাহার ভিডিও পরামর্শ দেখে উদ্বুদ্ধ হয়ে নরমাল ডেলিভারির আশায় নিয়মিত চিকিৎসা নিতেন।
প্রসব ব্যথা ওঠায় গত ৯ জুন রাত ১২টা ৫০ মিনিটে সেন্ট্রাল হসপিটালে ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হয় আঁখিকে। কিন্তু ডা. সংযুক্তা সাহার বদলে ওই নারীর ডেলিভারি করতে যান ডা. মিলি।