
খুব বেশি দিন বাকি নেই ঈদুল আজহার। আর তাইতো এই ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের খামারিরা। প্রতি বছরই গরুর নাম নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যায় সবার মাঝে।
তাই এবারও থাকছে এমন কিছু নাম। গরুর আকার-স্বভাব ভেদে এসব বিচিত্র নাম দিয়েছেন ব্যবসায়ীরা। এবারে ঈদে কারও নাম ‘শাকিব খান’, কারও নাম ‘কালা মানিক’ আবার কারও নাম ‘ফাটাকেষ্ট’।
এসব গরু কয়েক দিনের মধ্যেই তোলা হবে হাটে। তবে গো-খাদ্য ও ওষুধের দাম বেশি হওয়ায় কয়েক গুণ বাড়তি খরচ গুনতে হচ্ছে খামারিদের। হাটে ভারতীয় গরু না আসলে ভালো দামের প্রত্যাশা করছেন তারা।
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার খামারি রনি। তার খামারে পালন করা আট শ’ কেজি ওজনের বিশালদেহি নেপালি জাতের গরুটি স্বভাবে শান্ত, দেখতে সুন্দর। আর চালচলন নায়কের মতো। তাই গরুটির নাম শাকিব খান। ১০ লাখ টাকা দাম হাঁকা গরুটি এরইমধ্যে দাম উঠেছে নয় লাখ টাকা।
সেই ভিডিও দেখতে এখানে ক্লিক করুন