
মুন্সিগঞ্জে পূর্ব বিরোধের দ্বন্দ্বে গভীর রাতে মো. শ্যামল বেপারী (৩৮) নামে প্রবাস ফেরত ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (১৩ জুন) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্যামল ওই গ্রামের মৃত আব্দুল গনি বেপারীর ছেলে। তিনি দীর্ঘ দিন মালয়েশিয়াতে কর্মরত ছিলেন। ৬ মাস আগে দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতের স্বজনদের অভিযোগ,মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে একা নিজ বসতঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় একই গ্রামের শাহাদাত বেপারী, ইব্রাহিম বেপারী ও তার ভাগিনা হাবিব ও মহিউদ্দিন বেপারীসহ আরও বেশ কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়। এ সময় তারা শ্যামলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও বেশ কয়েক রাউন্ড গুলি করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়।পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই সোহেল বেপারী জানান, রাত একটার দিকের ঘটনা। আমার ভাই ঘুমিয়ে ছিল বাড়িতে। শাহাদতের নেতৃত্বে প্রায় ১০ থেকে ১৫ জনের একটি দল চারদিকে ঘেরাও করে গুলি বর্ষণ করে এবং ককটেল নিক্ষেপ করে। পরে আবার ভাইয়ের ঘরে ঢুকে পা ,হাত শরীরে গুলি করে এবং পায়ের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। আহত অবস্থায় ফেলে যাওয়ার সময় এলাকায় গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শৈবাল বসাক জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ধারালো অস্ত্রের আঘাত ও বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে যুবকের। এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, এ ঘটনায় সহিংসতায় এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পূর্ব বিরোধের দ্বন্দ্বে এমন ঘটনা ঘটেছে।নিহতের ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এছাড়াও এই ঘটনায় চলছে মামলা দায়েরের প্রস্তুতি।