খালেদা জিয়া ক্ষমতায় এলে বিষ খেয়ে আত্মহ’ত্যার ঘোষণা

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ক্ষমতায় এলে বিষ খেয়ে আত্মহ’ত্যা করবেন বলে ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, আগামী নির্বাচনে যদি জনগণ আওয়ামী লীগকে ভোট না দেয় তবে তা হবে জাতির জন্য বেইমানি। শনিবার (২৭ মে) বিকেলে গৌরীপুরের মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা গ্রামে এক উঠান বৈঠকে নারীদের সামনে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরতে আয়োজিত এই উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন আরও বলেন, ‘ব্যাংকে তার কোনো টাকা-পয়সা নাই। স্বাধীনতার পক্ষের শক্তি, যারা মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছে, তাদের মনের আশা, ৩০ লাখ শহীদের আত্মা এখানে ঘুরে বেড়াচ্ছে।’
আত্মার দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের কাছে দাবি করছি নৌকায় ভোট দেয়ার জন্য। যদি আপনারা নৌকায় ভোট না দেন, তবে তা হবে জাতির জন্য বেইমানি।’
জনগণের কাছে তার আকুতি, ‘আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আসার সুযোগ দিন।’ এদেশে রাজাকার-আলবদররা যেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘তারাই যদি আবার ক্ষমতায় আসে, তাহলে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের সামনে বিষ খেয়ে আত্মহত্যা করব। যদি শুনতে পারি নৌকা হেরে গিয়েছে, ক্ষমতায় এসেছে খালেদা জিয়া, তাহলে আমি আর বেঁচে থাকতে চাই না। কারণ, এ বেঁচে থাকার আর মূল্য নাই।’