সারাবাংলা: রাজধানী বাড্ডার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা আয়ান মারা গেছে। টানা ৭ দিন লাইফ সাপোর্টে ছিল আয়ান।
সোমবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় আয়ানের বাবা শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। শামীম আহমেদ জানান, এখনো কোনো কিছু ঠিকভাবে জানায়নি হাসপাতাল থেকে। শুধু জানিয়েে সে মারা গেছে।
এর আগে ৫ জানুয়ারি শামীম আহমেদ জানিয়েছিলেন, আয়ান তাদের পরিবারের বড় ছেলে। তার ৬ মাসের ছোট একটা বোন আছে। আয়ানের মা কান্নাকাটি করতে করতে নিজেও অসুস্থপ্রায়। এই ঘটনায় পুরো পরিবারে অন্ধকার নেমে এসেছে।
উল্লেখ, গত ৩১ ডিসেম্বর সুন্নতে খাতনা করাতে শিশু আয়ানকে হাসপাতালে নিয়ে আসেন বাবা শামীম আহমেদ। সেখানে তাকে অস্ত্রোপচার আগে চেতনা নাশক ওষুধ (এ্যানেসথেসিয়া) দেয়া হয় এবং এরপর তার জ্ঞান ফেরেনি। এতদিন সে হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলো।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |