কোন বাধা কাজে আসবে না, নয়াপল্টনে আজকের বিএনপি’র সমাবেশে জনতার শ্রোত নামবে: রুহুল কবির রিজভী

রাজনৈতিক: মধ্যরাতে হঠাৎ সংবাদ সম্মেলন করে দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ১টার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। রিজভী বলেন, বিএনপির জনসমাবেশ নস্যাৎ করতে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে কোনো ষড়যন্ত্রেই কাজ হবে না। সব ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বুধবারের জনসমাবেশ সফল হবে।

তিনি অভিযোগ করেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, বিএনপির সহ-প্রচার সম্পাদক নজিবুল হকসহ বহু নেতাকে আটক করা হয়েছে। এসময় গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান বিএনপির এই নেতা।

এদিকে, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ (বুধবার) রাজধানীতে জনসমাবেশ ডেকেছে বিএনপি। বেলা ২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে। জানা গেছে, সমাবেশ থেকে বিএনপি সরকারকে পদত্যাগের আল্টিমেটাম দিতে পারে। দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীদের নয়াপল্টনের সমাবেশে যোগ দিতে বলা হয়েছে।