
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ইঙ্গিত অনুযায়ী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেওয়ার প্রক্রিয়ায় ভারত নীরবভাবে একধাপ এগিয়ে গেছে। শফিকুল আলমের ফেসবুক পোস্টে বলা হয়েছে, জুলাই গণহত্যার মামলায় দন্ডিত ব্যক্তিদের বিষয়ে দিল্লি “নিরব থাকলেও” ভিতরে ভেতরে বড়সড় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
গাজীপুরে স্ত্রী- সন্তানকে হত্যা*র পর স্বামীর আত্মহ*ত্যা
ফেসবুক পোস্টে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে, ভারতের লক্ষ্য সরাসরি শেখ হাসিনা বা তার ঘনিষ্ঠদের ওপর নয়, বরং নিরাপদ একটি পথ বেছে নিয়ে কামালকে ফিরিয়ে দেওয়া। পোস্টে বলা হয়েছে, কামাল যতই অর্থ ব্যয় করুন বা প্রভাবশালীদের আশ্রয় খুঁজুন, আন্তর্জাতিক বিচার ও জনমতকে অগ্রাহ্য করা সম্ভব নয়। জুলাই গণহত্যার ঘটনা ও আন্তর্জাতিক নজরের কারণে পালানোর সুযোগ ক্রমেই কমছে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে জুলাই গণহত্যার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে। শফিকুল আলমের পোস্ট থেকে ধারণা করা যায়, ভারতের প্রত্যারপ্পণ ফ্লাইটের মাধ্যমে কামাল ফেরত দেওয়ার প্রক্রিয়ার মাধ্যমে শুরু হতে পারে, এবং তা ভবিষ্যতে দেশের উচ্চ নেতৃত্বের বিরুদ্ধে প্রভাব ফেলতে পারে।
সূত্রঃ দৈনিক জনকন্ঠ












































