“ই’ন্তেকাল কমিশন, মৃ’ত নির্বাচন ব্যবস্থা” ইসলামী ছাত্র আন্দোলনের বি’ক্ষোভ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিমসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং এ ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা।
প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন,
‘কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন অতীতের সব নির্লিপ্ততা পেছনে ফেলে ইতোমধ্যে মানসিক বিকারগ্রস্ত হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন।’
বুধবার (১৪ জুন) বিকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ‘নির্বাচন ব্যবস্থার প্রতীকী দাফন’ শীর্ষক কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
শরিফুল ইসলাম রিয়াদ বলেন, ‘নির্বাচন কমিশন রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান। গণতান্ত্রিক পক্রিয়ায় ক্ষমতার পরিবর্তনে নির্বাচন কমিশনের ভূমিকায় মুখ্য। কিন্তু বর্তমান সরকার নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতে বারবার একটি নিরপেক্ষ জায়গায় পক্ষপাতদুষ্ট কমিশন নিয়োগ দিচ্ছেন। যারা ইনিয়ে-বিনিয়ে জাতিকে ধোকা দিয়ে বারবার প্রহসনের নির্বাচনের আয়োজন করে চলেছে।’
ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আরও বলেন, ‘তিনি কি ইন্তেকাল করেছেন?’— এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্য প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বের সঙ্গে চরম বেমানান। এমন বক্তব্য নির্বাচন কমিশনারের দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করে। ইতোমধ্যে সিইসি’র এমন বক্তব্যেকে সচেতন মহল ‘পাগলের প্রলাপ’ বলে অবিহিত করেছেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি ইউসুফ পিয়াসের সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুন্তাছির আহমাদ, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ আল আমিন সিদ্দিকী, দফতর সম্পাদক শিব্বির আহমাদ, আন্তর্জাতিক সম্পাদক সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান প্রমুখ।