ইউরেনিয়াম নিয়ে যা বললেন বিএনপির তিন নেতা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে দেওয়ার কথা বলার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির তিন নেতা।

বিএনপির ওই তিন নেতার একজন ওবায়দুল কাদেরকে ‘কেমিক্যাল কাদের’ হিসেবে উল্লেখ করেছেন। একজন প্রশ্ন তুলেছেন, কাদেরের রাসায়নিক বিষয়ের জ্ঞান নিয়ে। আরেকজন প্রশ্ন তুলেছেন কাদেরের রাজনৈতিক শিষ্টাচার নিয়ে। বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘ওবায়দুল কাদের সাহেবকে ব্যক্তিগতভাবে চিনি। আওয়ামী লীগের মধ্যে যে কয়জন একটু পড়াশোনা জানা মানুষ, তাঁদের মধ্যে তিনি একজন। আমরা তা-ই জানতাম। তাঁর যে করুণ অবস্থা হয়েছে, তা জানতাম না। তিনি ইউরেনিয়াম কী জিনিস, তা-ই জানেন না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও ইউরেনিয়াম নিয়ে কথা বলেছেন। মঙ্গলবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি বলেন, ‘ইউরোনিয়াম কত প্রকার ও কী কী আপনি জানেন? এই সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে? ইউরেনিয়ামের পার্শ্বপ্রতিক্রিয়ায় একজন মানুষ মারা যেতে পারে। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই—আপনি হ’ত্যার হুমকি দিয়েছেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কেমিক্যাল কাদের বলে অভিহিত করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ইরাকে একজন মন্ত্রী ছিলেন, নাম আলী। মনে করা হতো বিষাক্ত রাসায়নিক অ’স্ত্র প্রকল্প উনি তত্ত্বাবধান করতেন। তাই তাঁকে সবাই কেমিক্যাল আলী নামে ডাকতেন। এখন দেখি বাংলাদেশেও একজন কেমিক্যাল কাদেরের উদয় হয়েছে।’

উল্লেখ্য, রাজধানীর গাবতলীতে গত সোমবার দলের এক সমাবেশে ওবায়দুল কাদের বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান ও রিজভীর মাথায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেওয়ার কথা বলেন। ওবায়দুল কাদের বিএনপির নেতাদের আন্দোলন-কর্মসূচির হুমকি সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘ইউরেনিয়ামের দুইটা চালান এসে গেছে। পুতিন (রাশিয়ার প্রেসিডেন্ট) প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন।…যে লাফাবে, মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। ডান্ডা মেরে ঠান্ডা করব না, ইউরেনিয়াম মাথায় ঢেলে ঠান্ডা করে দেব।’