ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে সুখবর পেলেন তাসকিন

চলতি বছরে কাউন্টি দল ইয়র্কশায়ার, গেল বছরে পিএসএল ও আইপিএলে খেলার সুযোগ ছিল তাসকিন আহমেদের। কিন্তু জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে তা হয়ে ওঠেনি। প্রতিবারই সুযোগ পায়ে ঠেলতে হয়েছে। শুধু তিন ম্যাচের জন্য পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ‘মুলতান’ টাইগার স্পিডস্টারকে চেয়েছিল, কিন্তু তাতেও ‘না’ বলেছিলেন লাল-সবুজের পেস ইউনিটের অন্যতম সেরা এই তারকা।
এদিকে বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে মাঠে নামার আগে সুখবর পেলেন তাসকিন।ডানহাতি এই পেসারের অর্জনের মুকুটে যুক্ত হতে যাচ্ছে আরও একটি পালক। আবুধাবি টি-টেন লিগের আসন্ন মৌসুমে ড্রাফট থেকে দল পেয়েছেন তিনি। বাংলা টাইগার্সের জার্সিতে খেলবেন এই পেসার। সেখানে তাসকিনের সঙ্গী হিসেবে থাকছেন জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসান।সোমবার (৯ অক্টোবর) নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিশিয়াল পেজে এক পোস্টে বিষয়টি জানিয়েছে বাংলা টাইগার্স।

আবুধাবি টি-টেন লিগের আসন্ন মৌসুমেও বাংলা টাইগার্সের জার্সিতে খেলবেন সাকিব আল হাসান। এই টুর্নামেন্টের গেল আসরে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলেছিলেন সাকিব। আগামী মৌসুমেও তাকে দলে রেখেছে বাংলা টাইগার্স।আসন্ন মৌসুমের জন্য প্রতিটি দলই নিজেদের রিটেইনড ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। সেখানে সাকিবকে রিটেইন করেছে বাংলা টাইগার্স। সাকিব ছাড়াও মাথিশা পাথিরানা, ইফতিখার আহমেদ এবং রোহান মুস্তাফাকেও ধরে রেখেছে বাংলা টাইগার্স। এ ছাড়া প্রি-সাইনিংয়ে ইউসুফ পাঠানকে দলে নিয়েছে তারা।এবারের আবুধাবি টি-১০ ক্রিকেটে অংশ নেবে ৮টি দল। সেগুলো হলো- বাংলা টাইগার্স, চেন্নাই ব্রেভস, ডেকান গ্ল্যাডিয়েটরস, দিল্লি বুলস, মরিসভিলি স্যাম্প আর্মি, নিউইয়র্ক স্টাইকার্স, নর্দান ওয়ারিয়র্স ও টিম আবুধাবি।