আ.লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় পরিদর্শনে মার্কিন প্রতিনিধি দল

জাতীয়: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় পরিদর্শনে গেলেন ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সদস্যরা। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে প্রতিনিধি দলের তিন সদস্য ধানমন্ডি কার্যালয়ে যান।

মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা হলেন- ইশা গুপ্তা, ড্যানিয়ে মারকেই এবং জিওফ্রে ম্যাকডোনাল্ড। এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান প্রতিনিধি দলকে ফুল দিয়ে স্বাগত জানান।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এনাম আহমেদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপ দফতর সম্পাদক সায়েম খান এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে যা বললেন সিইসি


এর আগে সোমবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে নেতৃত্ব দেন।

মার্কিন যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে প্রতিনিধি দলটি শনিবার (৭ অক্টোবর) ঢাকায় আসে। প্রতিনিধি দলটি ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।