সোশ্যাল ইনফ্লুয়েনসার ও দেশের আলোচিত নারী উদ্যোক্তা রুবিয়াত ফাতিমা তনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠোঁট কাটা স্বভাবের নারী হিসেবে বেশ সুপরিচিত আছে তার। ফেসবুকে তিনি অধিকাংশ সময় সরব থাকেন তার পোশাকের ব্যবসা নিয়েই। কিন্তু বেশ কিছুদিন ধরে সময়টা খারাপ যাচ্ছে এই উদ্যোক্তার। তা চক্ষুগোচর হয় তার সাম্প্রতিক কিছু পোস্ট দেখে।
তনির ফেসবুক পাতায় দেখা মেলে শুধু হাহাকার। জানালেন, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তনি। কারণ, বেশ কয়েকদিন ধরে অসুস্থ রয়েছেন তার স্বামী। যদিও কি অসুখে ভুগছেন, তা কোথাও উল্লেখ করেননি। দু-দিন আগে তনি লিখেছিলেন, ‘(আমার স্বামীর আপডেট) এখনও তেমন রেসপন্স করছে না। আজকে সকালে আমি অনেকবার ডেকেছি চোখ খোলে নি। লাইফ সাপোর্টে আছে, ডাক্তাররা চেষ্টা করছেন।’
তনি আরও লিখেছিলেন, ‘একটু স্টেবল হলে দেশের বাইরে নেওয়ার কথা চলছে। আমি কথা বলার মত মানসিক অবস্থাতে নেই। আমার হাসবেন্ডের জন্য দোয়া করবেন।’
এরপর, আরও এক আপডেট জানালেন তনি। জানা গেল, অবশেষে দেশের বাইরেই চিকিৎসার জন্য নেওয়া হল তার স্বামীকে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে এক ফেসবুক পোস্টে তনি লেখেন, ‘জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, আমি কোনো ভাবেই তাকে হারাতে চাই না। সবকিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি। আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে।’
রুবিয়াত ফাতিমা তনির এমন খারাপ সময়ে অনুরাগীদের পাশাপাশি প্রার্থনা করছে দেশের শোবিজ অঙ্গন। প্রার্থনা প্রকাশ করতে দেখা যায় ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। এছাড়াও উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার জয়, অভিনেত্রী মনিরা মিঠুসহ আরও অনেকেই তনির জন্য প্রার্থনা ও সহানুভূতি প্রকাশ করেন।
প্রসঙ্গত, তনির স্বামী একজন সফল ব্যবসায়ী। যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়সই কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। এ সবের জবাবও দিয়েছেন তিনি।
শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |