আপনি নিজেই বুঝবেন আপনি কতটা সুখী, আর হতাশা আসবে না

কথা হলো একটা ছোট ভাইয়ের সাথে…… তার বাবা ঢাকায় পাঠিয়েছে চাকরী খুজঁতে। তারপর বাড়ীতে টাকা পাঠালে বাবার দেনা পরিশোধ হবে।বোনের বিয়ে দেবে।
ছেলেটা একটা দোকানে সিঙ্গাড়া বানায়। মাসে বেতন ৬০০০ টাকা।ঢাকায় থাকা খাওয়া ৪০০০।৫০০ পকেট খরচ রেখে ১৫০০ বাড়িতে পাঠায়। প্রতিদিন বাবা ফোন করে সেই টাকায় কিছুই হয় না। ছেলেটা কান্না করে দিলো।বয়স হবে ১২ অথবা ১৩।
কথাগুলো শুনে মনে হলো এই শহরে কত স্বপ্ন ভেসে বেড়ায়,কতো চোখের জল প্রতিদিন চোখের কিনারা দিয়ে গড়িয়ে পরে তার হিসেব নেই। আমরা অনেকেই দামী রেস্তোরাঁয় খাবার খেয়ে ৫০ টাকা টিপস দিয়ে আসি, কিন্তু ২০ টাকার দুইটা সিঙাড়া খেয়ে তো আর ৫০ টাকা টিপস দেয়া যায় না অথচ দামী রেস্তোরাঁয় ওদের বেতনও বেশি আবার টিপসও পায়।
আমি বরাবরই মানুষের সাথে কথা বলতে ভালোবাসি। আর এভাবেই জানা হয় হাজার গল্প। হয়তো অনেকেই ভাবতে পারে আমি তাকে কিছু টাকা দিতে পারতাম। কিন্তু ভেবে দেখেন তার প্রতিদিনের কষ্টের ভাগ কেউ নিতে পারবে না।
মানুষকে জানুন। যতোই মানুষের জীবন সম্পর্কে জানবেন ততই আপনার মন নরম হবে, উদার হবে। আপনি নিজেই বুঝবেন আপনি কতটা সুখী। আর কোন হতাশা আসবে না।