আট ঘণ্টার ডিউটিতে ৬ ঘণ্টা টয়লেটে পার করায় চাকরি হারালেন যুবক

প্রতিদিন অফিসে গিয়ে আট ঘণ্টা ডিউটিতে ছয় ঘণ্টা টয়লেটে কাটানোর কারণে চীনা এক ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ওই ব্যক্তির নামা ওয়াং।
শারীরিক সমস্যার কারণে তিনি এমনটা করতেন জানিয়েছে অফিসের রায়ের বিরোধীতা করে আদালতের দ্বারস্ত হয়েছে ওই চীনা ব্যক্তি। তবে আদালত তার আবেদনটি খারিজ করে দিয়েছে।
সাউথ চায়না মোনিং পোস্টে বলা হয়েছে, ২০০৬ সালে ওয়াং একটি কোম্পানিতে যোগদান করেন। ২০১৪ সালের দিকে তার শারীরিক সমস্যা দেখা দেয়। মলদ্বারে সমস্যা থাকার কারণে ওয়াং চিকিৎসা নিতে ছিলেন। এই সমস্যার কারণে
তাকে অফিসে থাকার সময় প্রায়ই টয়লেটে যেত হতো। যদি চিকিৎসা নেওয়ার ফলে তিনি ভালো যান। তারপরও তিনি জোর দিয়ে বলেন সমস্যা থাকার কারণে তাকে প্রতিদিন তিন থেকে ছয় ঘণ্টা টয়লেটে পার করত হত। ২০১৫ সালের দিকের ঘটনা।
ওই কোম্পানির রেকর্ড অনুযায়ী ওয়াং ২০১৫ সালে ৭ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অফিসের সময়ে দুই থেকে তিন ঘণ্টা টয়লেটে কাটাতেন। ওই সময়ের মধ্যে তিনি ২২ বার টয়লেটে গিয়েছেন। এমনও হয়েছে প্রতিবার টয়লেটে তিনি ৪৭ থেকে ৩ ঘণ্টা পর্যন্ত কাটিয়েছেন।
ওই বছরের ২৩ সেপ্টেম্বর ওয়াং এর এমন কর্মকাণ্ডের কারণে তাকে চাকরিচ্যুত করা হয়। পরে তিনি আদালতের দ্বারস্ত হন। কিন্তু আদালত তার আবেদনটি বাতিল করে দেয়।
এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনে বেশ ছাড়া ফেলে। অনেকে ওয়াং এর এমন কাণ্ডে বিরক্ত হয়েছেন। কেউ কেউ খারাপ মন্তব্যও করেছেন।