বিনোদন

আজ থেকে আমি রাজের বউ না: পরীমনি

Is Jennifer Aniston currently in a relationship?

অবশেষে অভিনেতা শরিফুল ইসলাম রাজের সঙ্গে সংসার ভাঙার ঘোষণা দিয়েই ফেললেন ঢাকাই ছবির চিত্রনায়িকা পরীমনি। সপ্তাহ জুড়ে ছবি ও ভিডিও ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে রাজ-পরীর সংসারে যে ফাটল দেখা দিয়েছিল তার ঘোষণা এলো পরীমনির মুখ থেকেই।

এর আগে রোববার রাতে একটি সংবাদমাধ্যমের লাইভে এসে ‘পরাণ’ খ্যাত অভিনেতা রাজ তার বন্ধুদের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বলেন ‘অফিসিয়াল ডিভোর্সের’ পথে না হাঁটলেও সংসারে আর ফিরবেন না। এছাড়াও সেই লাইভে তাদের দাম্পত্য সমস্যাকে ‘খুঁচিয়ে বাড়িয়ে’ তোলার জন্য সাংবাদিকদের ওপরও ক্ষোভ প্রকাশ করেন এই চিত্রনায়ক।

এই লাইভের পরীমনি নিজেও ঘোষণা দেন, যা বলা তিনি লাইভে এসেই বলবেন। রাজের বক্তব্য নিয়ে নিজের মতামতও দেবেন। সে অনুযায়ী সোমবার রাতে একই লাইভে এসে কথা বলেন এ সময়ের আলোচিত নাম ও সদ্য মুক্তি পাওয়া ‘মা’ ছবির নায়িকা পরীমনি।

সেখানে তিনি তার স্বামী শরিফুল রাজের সব প্রশ্নের উত্তর দিয়ে বলেন, আজ থেকে আমি আর রাজের বউ না। আমি একটি সুন্দর জীবন চাই, আগামীতে সুন্দর করে বাঁচতে চাই। দুই পক্ষই সুন্দরভাবে বসে এর একটি সুন্দর সমাধান হোক।

তিনি বলেন, আমি সত্যি ওকে (রাজ) নিয়ে অনেক ভাবতাম। কিন্তু এখন আর নেই। আমি যে মানুষটাকে ভালবেসে বিয়ে করেছিলাম। তাকে কখনও এই মানুষটার সাথে মেলাতে চাই না। আমার ওই মোমেন্টটা অনেক রিয়াল। আমি কখনোই ভাবতে চাই না ওই মানুষটা ফেক ছিল।

এ সময় আবেগতাড়িত হয়ে পরীমনি বলেন, আমার প্রেগনেন্সির সময়ে যে মানুষটা ফেরেশতার মত ছায়া দিয়ে রেখেছিলো সেই মানুষটা মিসিং আমার লাইফ থেকে। আমি যদি ওর খারাপ বলতে পারি, ভালটা কেন বলতে পারবো না। আমি চাই এটা শেষ হওয়া দরকার।

এসব আর ভাল লাগছে না উল্লেখ করে এই নায়িকা আরও বলেন, আমার পারসোনাল লাইফ, প্রফেশনাল লাইফ এভাবে ব্লেন্ডিং হয়ে যাবে তা আমি কখনোই চাই না। আমি এই সম্পর্ক কন্টিনিউ করতে চাই না। আমি এটার জন্য রাজকে রিকোয়েস্ট করবো। প্লিজ এই ধরনে ঘর সংসার খেলা খেলা বাদ দেয় যেন। সে হয় থাকবে না হয় থাকবে না।

পরীমনি বলেন, আমি ঘুরে আসি তারপর থাকবো এটা কোন ধরনের কথা। এটা কোন খেলা? আমার ইচ্ছে হবে না আমি ছুটি চাই। এটা কোন ধরনের কথা। আমি আমার কোন বক্তব্য চেঞ্জ করিনি। এই মহলটার মধ্যে মানুষজন যোগ হচ্ছে, ওর ফ্যামেলি মেম্বার যে কিনা ওর নিজের ভাই ।

সে আমাকে নিয়ে কি স্ট্যাটাস দিয়েছে তখন আমার ওর ভাইকেও সন্দেহ হয়েছে ওর ভাইয়ের কাছেও একসেস থাকে, ভাইও করতে পারে এটা। না হলে ওর ভাই এরকম বিশ্রী মন্তব্য করলো আমাকে নিয়ে। যার ফ্যামেলি আমাকে রেসপেক্ট করে না। যার বন্ধু বান্ধব আমাকে রেসপেক্ট করে না। কিন্তু মুখে বলে বেড়ায় আমাকে রেসপেক্ট করে। সেটা কি আসলেই রেসপেক্টবল হয়। আমার এসব রেসপেক্টের দরকার নাই। আমাকে মাফ করে দাও। আমি এসব ব্লেমগেম নিতে চাই না।

পরীমনি বলেন, আমি আমার কাজ নিয়ে থাকতে চাই। আমি আমার বাচ্চা নিয়ে থাকতে চাই। আমি একটা সুস্থ জীবন যাপন চাই। আমি বারবার বলেছি। (কান্না) আমি একটি সুস্থ জীবন চাই। এখন আর অপেক্ষা করার কিছু নাই। আমি একটি কথা বলি, আজ থেকে আমি রাজের বউ না। রাজ আমাকে কাগজে কলমে ডিভোর্স দেয়নি তো কি হয়েছে। রাজের বউ এটা আমি আসলেই শুনতে চাই না। এটা আমার জন্য খুব অসন্মানজনক।

তিনি বলেন, যে মানুষটা সত্যি সত্যি সন্মান করতে পারে না। সেই মিথ্যা সম্পর্ককে আমি বহন করতে চাই না। আমি আজকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব আমরা সুন্দর করে এটা নিয়ে বসে সেটেল ডাউন করে ফেলি। এটা নিয়ে আগামীতে আর ক্যামেরা সামনে কথা বলতে হবে এটা আমি চাই না। এখানে ফুলস্টপ করতে চাই। আমার কোন কিছু নিয়েই কোন কিছু বলার নেই।

আরো পুড়ুনঃ  সৃজিতকে নিয়ে মিথিলার নতুন তথ্য প্রকাশ

ঘটনার শুরু ২৯ মে রাতে। মধ্যরাতে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হয় কিছু ছবি ও ভিডিও। এতে ছিলেন অভিনেত্রী সুনেরাহ কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষি। ভিডিও ফাঁসের ঘটনায় একে অপরকে দোষারোপ করেন সুনেরাহ ও পরীমনি। এমনকি আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা।

এরপর অনেক জলঘোলা হলেও বের হয়নি ভিডিও ও ছবি ফাঁসের আসল হোতা কে। ৩ জুন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় একটি ভিডিওতে রাজের সঙ্গে তার কিছু কথোপকথনের অডিও প্রকাশ করেন। যেখানে ছবি ও ভিডিওগুলো পরী প্রকাশ করেছেন কি না জানতে চাইলে রাজ বিষয়টি অস্বীকার না করে বরং এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

পরে অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে শরিফুল রাজের ফোনালাপের ওই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে পরীমনি লেখেন, শরিফুল রাজ, তুমি আমার দেখা নিকৃষ্টতম মানুষ। তোমার ওই নোংরা মুখে কখনও রাজ্যের নাম উচ্চারণের দুঃসাহসও দেখাবে না। আজও মাঝরাতে তোমার মাতলামি মেনে নিয়ে বাচ্চাকে দেখাতে নিয়ে গেছিলাম তোমার কাছে! পশু থেকে আগে তোমার উচিত সুস্থ স্বাভাবিক মানুষ হওয়া। অপেক্ষা করো আর দেখো সুন্দরী প্রেমিকাদের আমি কী করি। এ পৃথিবীর মানুষের অনেক কিছু দেখার বাকি আছে।

এরপর রোববার এক লাইভ অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ বলেন, আপাতত তারা সেপারেশনে আছেন। তিনি বিভিন্ন বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করেন ওই অনুষ্ঠানে। এসময় পরীমনি ওই লাইভ অনুষ্ঠানে কমেন্ট করলে তারও জবাব দেন রাজ।

বিচ্ছেদ ঘটবে কি-না, সেটা পরীর ওপরই নির্ভর করবে বলেও জানান এই অভিনেতা। রাজ বলেন, ‘আমার সিদ্ধান্তের চেয়ে পরীর সিদ্ধান্ত জানাটা বেশি গুরুত্বপূর্ণ। পরীমনি কী চায়, সেটা জানা দরকার। পরী যেটা চাইবে, সেটাই চূড়ান্ত। থাকতে চাইলে থাকবে, না চাইলে বিচ্ছেদ।

পরীমনি গণমাধ্যমকে জানান, গত ২০ মে নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে রাজ। এরপর থেকে সে বাসায়ও ফেরেনি, ফোনটাও ধরে না আর। এরপর সেলিম ভাই ও তার বউ তাকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। আসার আগে সেলিম ভাই আমাকে ফোন দিয়ে বললেন, আমি রাজকে সঙ্গে করে নিয়ে তোমার বাসায় আসছি। এসে বলেন, রাজ তো তোমার সঙ্গে থাকতে চায় না। বিচ্ছেদের ব্যাপারে চিন্তা করতে পারো। আমি বললাম, ও আমার সঙ্গে থাকতে চায় না, তাহলে ওই আমাকে ডিভোর্স দিক। আমি কেন দিতে যাবো। পরে সেলিম ভাই বললেন, যদি তোমাদের বিচ্ছেদ হয়ে যায় তাহলে বাচ্চাকে দেখভাল করতে কীভাবে কী করবে, চিন্তা-ভাবনা করে দেখো।

‘এরপর আমি বললাম, বাচ্চা আমার কাছেই থাকবে। তবে বিচ্ছেদ হওয়ার পর অবশ্যই সে বাচ্চা দেখতে আসতে পারবে। তবে শর্ত, সে অস্বাভাবিক সময় বাসায় এলে বাচ্চাকে দেখতে দেবো না। যদি রাত ৪টায় আসে। ভোরবেলায় আসে তাহলে তো বাচ্চা দেখতে দেওয়ার সুযোগই নেই। স্বাভাবিক, সঠিক সময়ে এসে সে বাচ্চা দেখতেই পারে। কোনো সমস্যা নেই।

রাজ-পরীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে ‘দামাল’ ছবি মুক্তির সময় মিমের সঙ্গে রাজের সম্পর্ক জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন পরীমনি। মূলত তখন থেকেই রাজ-পরীর সম্পর্কটা স্বাভাবিক যাচ্ছিল না। বিষয়টি স্বীকার করে পরীমনি বলেন, ‘দামাল’ ছবির মুক্তির সময় থেকেই আমাদের সম্পর্ক স্বাভাবিক যাচ্ছিল না। রাজ আগের মতো নিয়মিত বাসায় থাকত না। সন্তানের প্রতিও তার সে ধরনের দায়িত্ব চোখে পড়েনি।

গত বছরের পরীমনির যখন মা হওয়ার খবর জানান তখন অভিনেতা রাজ বলেন, পরীমনি কখনই আমাকে ছেড়ে যাবে না, আমিও যাবো না। আমাদের দুজনের কবরটাও একসঙ্গে হবে। ২০২২ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরীমনি। পরে চলতি বছরের ১০ জানুয়ারি তারা আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এ বিষয়ে জানান। সে সময় বিয়েতে উপস্থিত থাকা নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, ১০১ টাকা দেনমোহরে পরী-রাজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে উকিল বাবা ছিলেন আরেক নির্মাতা রেদওয়ান রনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker