লোকগানের নন্দিত সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ।সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মমতাজকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন ড. সুশীলা জেব্রিন প্রিয়াঙ্কা। সেই স্ট্যাটাসে তিনি মমতাজকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যা পাঠকদের উদ্দেশ্য হুবহু তুলেধরা হলো:- সালটা ঠিক মনে করতে পারছি না।বিএনপির সর্বশেষ ক্ষমতায় থাকার সময়ের কোন এক বছরের কথা।টিএসসিতে পহেলা বৈশাখের কনসার্ট হচ্ছিল।সেই কনসার্টে উপস্থিত ছিলেন তারেক রহমান। আমরা কয়েকজন ফ্রেন্ড এবং ছাত্রদলের কয়েকজন মিলে দাঁড়িয়ে আছি রোকেয়া হলের সামনে। মঞ্চে গান গাইতে উঠলেন বর্তমানে আওয়ামীলীগের সংসদ সদস্য এবং তখনকার সময়ে ইত্যাদির কারনে জনপ্রিয় হয়ে উঠা গায়িকা মমতাজ বেগম।মঞ্চে উঠে মাইক হাতে নিয়ে মমতাজ বেগম সমবেত দর্শকের উদ্দেশ্যে বললেন,-আমার এই গানটি হচ্ছে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমানের উদ্দেশ্যে।
সেদিন আমি প্রথম শুনেছিলাম,-“পোলাতো নয় যেন; আগুনের গোলা” শিরোনামে গানটি। মমতাজকে নিয়ে লিখার রুচি আমার আসলেই ছিল না।কিন্তু সেদিনের কথা মনে পরে যাওয়াতে মনে হচ্ছিল;এসব মমতাজ বেগমরা হচ্ছে মৌমাছির মত।এরা ক্ষমতা নামক মধুর চারপাশে নিজেদের কে রাখতে পছন্দ করে।আজকে এরা “শহীদ জিয়াকে” চিনছে না।আগামীতে এই মমতাজ “বঙ্গবন্ধু শেখ মুজিব” নামের কাউকে চিনবে না।