অলৌকিক ঘটনা, কবর দেয়ার ১০ মাস পরও অক্ষত লাশ (ভিডিও)

এক্সক্লুসিভ সংবাদ: কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেহুড়া গ্রামের মৌলভী আব্দুল করিম মুন্সী। পেশায় তিনি একজন ইমাম ছিলেন। ৯৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করলে সাড়ে ১০ মাস আগে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রায় ৩ মাস আগে পরিবারের সদস্যরা তাকে স্বপ্নে দেখেন এবং কবরটি সংস্কারের জন্য অনুরোধ করলে উত্তোলনের উদ্যোগ নেন সন্তানেরা। সমাজ ও এলাকাবাসীর অনুমতি নিয়ে শনিবার (১৪ অক্টোবর) দুপুরে কবর থেকে উঠানো হয় মৌলভী আব্দুল করিম মুন্সীর লাশ। দীর্ঘ সময় পর কাফনের ভেতর লাশটি অক্ষত থাকার কথা জানান তার সন্তানেরা।

খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের শত শত লোক কবরস্থানের সামনে ভিড় জমায়। মৃত্যুর আগে করিম মুন্সীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এলাকাবাসী।

আরও পড়ুন: শিগগিরই অন্তবর্তীকালীন সরকার

ছুটে আসেন স্থানীয় জনপ্রতিনিধি ও বুড়িচং থানা পুলিশের কর্মকর্তারা। মন্দ মানুষ ভালো হওয়ার জন্য এটা একটা উদাহরণ বলে জানান ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালন হায়দার।

জমে থাকা পানি সরানোর পর তিনজন রাজমিস্ত্রি কবরস্থানের চারপাশে দেয়াল নির্মাণ করেন। রাতে পুনরায় একই কবরস্থানে মৌলভী করিম মুন্সীকে দাফন করা হয়।