অবসরে যাচ্ছেন তিন অতিরিক্ত সচিব

সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন অতিরিক্ত সচিব পদমর্যাদার তিন কর্মকর্তা। প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাদের অবসরগমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। বুধবার (১১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) প্রণব কুমার ঘোষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মোহাম্মদ ইরফান শরীফ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নুরুল আলম চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হলো। অবসর গমনের সুবিধার্থে এই তিন কর্মকর্তাকে বদলিপূর্বক পদায়ন করা হলো।