দেশজুড়ে
অনশনে মন গলেনি, সেই চাচাশ্বশুরের, অতঃপর যা করলেন

অনশনে ১০ দিনেও মন না গলায় সেই চাচাশ্বশুরের বিরুদ্ধে ধ”র্ষণের অভিযোগ দায়ের করেছেন এক গৃহবধূ। মঙ্গলবার রাতে মদন থানায় চাচাশ্বশুর দিলোয়ারের বিরুদ্ধে তিনি এ অভিযোগটি দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মদন পৌর সদরের এক সন্তানের জননী (২০) প্রতিবেশী চাচাশ্বশুর মৃত তৈয়ব আলীর ছেলে দিলোয়ারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে।
বিয়ের প্রলোভন দিয়ে গৃহবধূকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি স্বামীসহ প্রতিবেশীদের মধ্যে জানাজানি হয়। পরে স্বামী ওই গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেয়।
নিরুপায় হয়ে গত ১০ জুন শনিবার স্ত্রীর স্বীকৃতির দাবি জানিয়ে দিলোয়ারের বাড়িতে অনশনে বসেন ওই গৃহবধূ। অনশনের পর থেকেই দিলোয়ার পলাতক রয়েছে। মদন থানার ওসি তাওহীদুর রহমান জানান, এ ব্যাপারে মঙ্গলবার রাতে একটি অভিযোগ পেয়েছি মামলা হবে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।